Logo
Logo
×

জাতীয়

‘ঈদযাত্রায় চলতে পারবে না ফিটনেসবিহীন গাড়ি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম

‘ঈদযাত্রায় চলতে পারবে না ফিটনেসবিহীন গাড়ি’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান বলেন, ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় নামতে না পারে, এ বিষয়ে নজর রাখছে পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মুনিবুর রহমান বলেন, এবার ঈদে রাজধানী ছাড়ছে ১ থেকে সোয়া কোটি মানুষ। তাদের যাত্রা ও ফিরে আসা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দরকারি সব ধরনের কাজ করছে পুলিশ। বাসের ট্রিপগুলো ঠিকঠাক রাখতে চলার পথে কোনো প্রতিবন্ধকতা করতে দেওয়া হবে না। এ ছাড়া শহরে প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলো যানজটমুক্ত রাখতে এবার নতুন কিছু কৌশলও নেওয়া হয়েছে।

যাত্রীদের কোনোভাবেই রাস্তায় না নামার আহ্বান জানিয়ে ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলেন, টার্মিনালের ভেতর থেকে বাসে যাত্রী ওঠানামার কাজ করতে হবে। কোনো অবস্থাতেই টার্মিনাল হতে বের হয়ে রাস্তায় যাত্রী-নামানোর কাজ করানো যাবে না।

যেসব রাস্তায় মেরামত চলছে, সেসব জায়গা চিহ্নিত করে অস্থায়ী বিকল্প রাস্তা করা হয়েছে বলে জানানো হয়। এ ছাড়া ঈদের আগে মার্কেটের আশপাশে গাড়ি চালানো ও পার্কিংয়ের ক্ষেত্রে পুলিশের আলাদা নির্দেশনা মানতে অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম