Logo
Logo
×

জাতীয়

গ্রাহকের সঙ্গে প্রতারণা, কিউকমের সিইওকে লিগ্যাল নোটিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম

গ্রাহকের সঙ্গে প্রতারণা, কিউকমের সিইওকে লিগ্যাল নোটিশ

গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে ইকমার্স প্রতিষ্ঠান কিউকম লিমিটেডের সিইও মো. রিপন মিয়াকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

রোববার আব্দুল্লাহ আল মামুন নামে এক গ্রাহকের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, নোটিশদাতা অনলাইন প্লাটফর্মে কিউকমের বিজ্ঞাপন দেখে ২০২১ সালের ২১ জুন তিনটি মোটরবাইক অর্ডার করেন। ওই দিনই মূল্য বাবদ প্রতিষ্ঠানটিকে তিন লাখ ৯১৩ টাকা পরিশোধ করেন। প্রতিষ্ঠানটি এক মাসের মধ্যে বাইক দেওয়ার কথা বলেছিল; কিন্তু দীর্ঘ সময়েও প্রতিষ্ঠানটি অর্ডার করা বাইক দিতে পারেনি।

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অর্ডার করা বাইক অথবা ক্ষতিপূরণসহ মূল্য পরিশোধের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম