বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশন ভোটের বৈধতা প্রশ্নে রুল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৯:০৩ পিএম
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৪ কেন অবৈধ, বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।
রিটে নৌ সচিবকে ১ নম্বর বিবাদী করা হয়েছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত বিআইডব্লিউটিএর আরও পাঁচ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। এর মধ্যে নৌসচিব ছাড়া অন্য সবাইকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।
গত ৯ মার্চ অনুষ্ঠিত হয় বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। পরেরদিন ফলাফল ঘোষণা করা হয়। এ নিয়ে একটি দৈনিক পত্রিকায় ভোটগ্রহণের দিনই ‘অভিনব তফশিলে আট বছর পর নির্বাচন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
এর পরবর্তী কার্যদিবসে প্রতিবেদনটি বেঞ্চের দৃষ্টিতে আনেন আপিল বিভাগের আইনজীবী মন্টু চন্দ্র ঘোষ। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে তাকে হলফনামাসহ রিট পিটিশন (দরখাস্ত) দাখিল করতে বলেন। বৃহস্পতিবার এই রিটের ওপর শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।
বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে ভোটগ্রহণের অন্তত ৩০ দিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশের বিধান থাকলেও তা লঙ্ঘন করে চার দিন আগে ৫ মার্চ তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করা হয়। গঠনতন্ত্র লঙ্ঘণ করে প্রেষণে থাকা পছন্দের কর্মকর্তাদেরও ভোটার তালিকাভুক্ত করা হয়।