ইউনিসেফের প্রতিবেদন
রাস্তায় বসবাস করে ৩.৪ মিলিয়ন শিশু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১০:৪০ পিএম
বাংলাদেশে রাস্তায় বসবাসকারী শিশুর সংখ্যা প্রায় ৩.৪ মিলিয়ন। তারা দারিদ্র্য, অপুষ্টি, রোগ, নিরক্ষরতা ও সহিংসতাসহ নানা বঞ্চনার শিকার। তাদের শোচনীয় এই পরিস্থিতির বিস্তারিত বিবরণ উঠে এসেছে ‘বাংলাদেশে রাস্তার পরিস্থিতিতে শিশুরা’ শীর্ষক প্রতিবেদনে। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারি হলরুমে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রাস্তায় শিশু রয়েছে। আমাদের দেশে যে সব শিশু রাস্তায় রয়েছে তারা নানা সহিংসতায় বেড়ে উঠছে। এসব শিশুর জীবন উন্নয়নে শুধু সরকার নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে বিভিন্ন সংগঠন-সংস্থাকে। প্রতিবেদনে উঠে আসা এ বাস্তব চিত্র দেশের পথশিশুদের পরিস্থিতি মোকাবিলায় নীতিমালা প্রণয়ন ও কর্মসূচি গ্রহণে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। অতিথি ছিলেন সুইডেন দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ও ডেপুটি হেড অব মিশন মারিয়া স্ট্রিডসম্যান, ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তা এনরিকো লরেঞ্জো।