গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ২
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০১:০৬ পিএম
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুজন মারা গেলেন। এ ঘটনায় দগ্ধদের প্রায় সবার অবস্থাই গুরুতর।
শনিবার সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মনসুর আকনের (৩২) মৃত্যু হয় বলে জানান সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু।
ডা. হোসাইন ইমাম বলেন, গাজীপুরে বিস্ফোরণের ঘটনায় শনিবার সকালে মনসুর নামে একজন আইসিইউতে মারা গেছেন। তার শরীরে শতভাগ দগ্ধ হয়েছিল। এখন পর্যন্ত দুজন রোগী মারা গেলেন।
শুক্রবার সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামে একজন মারা যান। আর আজিজুল নামে একজন সুস্থ বলে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো ২৯ জন ভর্তি আছেন।
মৃত মনসুরের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামে থাকেন।
উল্লেখ্য, গত বুধবার কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতরে চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন। ফেলে দেওয়ার পরও সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৪ জন দগ্ধ হন।