Logo
Logo
×

জাতীয়

দক্ষিণ কোরীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১২:০২ পিএম

দক্ষিণ কোরীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল

আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার ২২তম সাধারণ নির্বাচন। আর এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

ইসি সূত্রে জানা গেছে, এ উপলক্ষ্যে আগামী ৪ থেকে ১২ এপ্রিল দক্ষিণ কোরিয়া সফর করবেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দক্ষিণ কোরিয়া যাবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সচিব মো. রিয়াজ উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ শেষে তারা ১৩ এপ্রিল দেশে ফিরবেন। 

তাদের এই সফরে বিমান ভাড়া, আবাসন, খাবার এবং স্থানীয় যাতায়াতের খরচ বহন করবে দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম