Logo
Logo
×

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৭:৪০ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সার্জন অধ্যাপক ডা. এজেডএম শাখাওয়াত হোসেন শাহীন আর নেই। 

আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুকেন্দ্র বসু জানান, আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি প্রাইভেটকার মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে গার্মেন্টস যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটেকারের সামনের অংশ ভেঙে যায়। প্রাইভেটকারে থাকা চিকিৎসক গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডা. এজেডএম শাখাওয়াত হোসেন শাহীনের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ওসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম