
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ এএম
ড. ইউনূসের জামিন শুনানি: নিরাপত্তা জোরদার, তল্লাশি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১২:৪২ পিএম

ড. ইউনূসের জামিন শুনানি: নিরাপত্তা জোরদার, তল্লাশি
আরও পড়ুন
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জামিন শুনানি উপলক্ষ্যে ঢাকা মহানগর আদালতের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি আদালতে আসা মানুষের ব্যাগ তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
আজ রোববার শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হতে পারেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে সকালে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেনের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।