Logo
Logo
×

জাতীয়

ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম

ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকায়

ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

বাংলাদেশের বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের আমন্ত্রণে এ সফরে এসেছেন তিনি। তার সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দল রয়েছে।

সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ভারতীয় বিমানবাহিনী প্রধান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সশস্ত্র বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে তার।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান প্রধান ঘাঁটিগুলো পরিদর্শনে যাবেন ভিআর চৌধুরী। ঢাকা সেনা নিবাসের শিখা অনির্বাণের বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানাবেন তিনি।

ভারতীয় হাইকমিশন বলছে, ভারতীয় বিমানবাহিনী প্রধানের এ সফর দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যেকার নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম