Logo
Logo
×

জাতীয়

মেডিকেল ভর্তি পরীক্ষা: ক্ষুদ্র নৃগোষ্ঠীর না হয়েও কোটায় ৭ শিক্ষার্থী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

মেডিকেল ভর্তি পরীক্ষা: ক্ষুদ্র নৃগোষ্ঠীর না হয়েও কোটায় ৭ শিক্ষার্থী

চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটায় ৩৯ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর না হয়েও ৭ শিক্ষার্থী এ কোটায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

তবে বিষয়টি নজরে আসায় তাদের কোটা বাতিল করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা এ তথ্য জানান।

তিনি বলেন, ফরম পূরণের সময় কোটার অপশনে অনেকে ভুলবশত আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) অপশন পূরণ করে ফেলেছেন। ফলাফল প্রস্তুতের সময় শিক্ষার্থীরা যেভাবে ফরম পূরণ করেন সেভাবেই ফলাফল তৈরি করা হয়। 
তিনি আরও বলেন, ওই ৭ শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে পাঁচজন স্বীকার করেছেন ভুলবশত আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) কোটায় টিক চিহ্ন দিয়েছিলেন। বাকিদেরও দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষদের জানিয়ে দিয়েছি এসব শিক্ষার্থীকে যেন ভর্তি করা না হয়। আমরা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার এসব আসন সিরিয়াল অনুযায়ী পরে পূরণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম