Logo
Logo
×

জাতীয়

গাইবান্ধায় তিনদিনে ৬০ টাকার পেঁয়াজ ১২০ টাকা হিলিতে বেড়েছে ১৫ টাকা

Icon

গাইবান্ধা ও হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮ পিএম

গাইবান্ধায় তিনদিনে ৬০ টাকার পেঁয়াজ ১২০ টাকা হিলিতে বেড়েছে ১৫ টাকা

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে নেই গাইবান্ধায়। প্রশাসনের নাকের ডগায় পণ্যটির দাম হু হু করে বাড়ছে। যে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হতো ৬০ থেকে ৭০ টাকা, সেই পেঁয়াজ মাত্র তিনদিনের ব্যবধানে এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। শুক্রবার গাইবান্ধার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র উঠে এসেছে।

গাইবান্ধা শহরের প্রধান বাজার পুরাতন বাজারে পেঁয়াজ কিনতে গিয়েছিলেন হালিম খান। তিনি দোকান কর্মচারী। তিন দিন আগে তিনি পেঁয়াজ প্রতি কেজি কিনেছিলেন ৭০ টাকায়। শুক্রবার এক কেজি পেঁয়াজ কিনতে গিয়েছিলেন বাজারে। গিয়ে দেখেন ৬০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা। ১ কেজির স্থলে আড়াইশ গ্রাম পেঁয়াজ কিনে মন খারাপ করে বাসায় ফিরেন তিনি। একটি দোকানের সামনে দাঁড়িয়ে বলেন ভাই কিভাবে চলব। দোকানে কাজ করি, মাস গেলে যা পাই তাতে মাছ-মাংস তো দূরের কথা আলু ভর্তা খেয়ে মাস পার করাও কঠিন। শহরের কালিবাড়ি পাড়ার বাসিন্দা বাপ্পীদাস দোকান করেন পুরান বাজারে। তিনি বলেন, যে পেঁয়াজ কিনলাম ৭০ টাকা কেজি আজ দেখি সেই পেঁয়াজ ১২০ টাকা। বাজারে প্রতিদিন প্রশাসনের অভিযান চালানো দরকার। তাহলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। প্রতিটি দোকানে পণ্যের দাম লিখে রাখার কথা থাকলেও সেই নিয়ম মানা হয় না। প্রশাসন চলে গেলে ব্যবসায়ীরা তাদের মতো করে জিনিসের দাম বাড়িয়ে দেন। মিঠু মিয়া নামের একজন বলেন, যত যন্ত্রণা আমাদের। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। শুধু পেঁয়াজ কেন, মিষ্টি কুমড়ার কেজিও ৪০ টাকা। বেগুন ৭০ টাকা আর মাংস মাছের বাজারে গেলে রক্ত বিক্রি করতে হবে।

এ ব্যাপারে আড়তদাররা বলেন, আমাদের এতে কোনো হাত নেই, সারা দেশে একই অবস্থা। ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

হিলিতে ১৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম : দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা আতিকুর রহমান বলেন, দেশের বাজারে তো সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে দেশি কিছু কিছু নিত্যপণ্যের দাম কমেছে। তবে দেশি পেঁয়াজের দাম কোনোভাবেই কমছে না। প্রতিদিনই এ নিত্যপণ্যটির দাম বৃদ্ধি পাচ্ছে। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। সামনে রমজান মাস, পেঁয়াজের চাহিদা বেশি থাকে আর এই সুযোগটি কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম