Logo
Logo
×

জাতীয়

বুড়িগঙ্গা থেকে লালকুঠিকে দৃশ্যমান করতে ৬ সদস্যের কমিটি গঠন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯ পিএম

বুড়িগঙ্গা থেকে লালকুঠিকে দৃশ্যমান করতে ৬ সদস্যের কমিটি গঠন

বুড়িগঙ্গা নদী থেকে লালকুঠিকে দৃশ্যমান করার করণীয় নির্ধারণ করতে ছয় সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার ডিএসসিসি সচিব এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে।

ডিএসসিসির অফিস আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপনা ঐতিহ্য ভবন নথবুক হল (লালকুঠি)। এর নান্দনিক সৌন্দর্য বুড়িগঙ্গা নদী থেকে দৃশ্যমান করতে এই কমিটি গঠন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, এই কমিটির কাজ হবে লাল কুঠির দক্ষিণ দিক থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত ৪৫ ডিগ্রি কৌণিক অংশে বিদ্যমান লঞ্চঘাটসহ সকল স্থাপনা পরিদর্শন করবে। প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং সার্বিক বিষয় বিশ্লেষণ করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তার নেতৃত্বাধীন ওই কমিটির অন্য সদস্যরা হলেন, ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৪, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি, ডিএসসিসির অঞ্চল-৪ এর নির্বাহী প্রকৌশলী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম