Logo
Logo
×

জাতীয়

ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম

ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শামসুল হক টুকু ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা সংসদের প্রথম অধিবেশনে সর্বম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।

এর আগে শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়। পরে বিরতির ফাঁকে রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শরামিন চৌধুরী।

সংসদ অধিবেশন ২০ মিনিটের মুলতবির পর নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হলে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এ পদে শামসুল হক টুকুকে একমাত্র প্রার্থী হিসেবে সরকারি দলের সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬) প্রস্তাব উত্থাপন করেন। 

প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য মকবুল হোসেন (পাবনা-৩)। তার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় শামসুল হক টুকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সংসদ কার্যপ্রণালী বিধির-৮ ধারা অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেওয়া হলে কন্ঠভোটে তা সর্বসম্মতভাবে পাস হয়।

এরমধ্য দিয়ে শামসুল হক টুকুর একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন শেষ হলো এবং একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ শুরু হয়।

আরও পড়ুন: চতুর্থবারের মতো স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম