Logo
Logo
×

জাতীয়

সিআইডি প্রধানের সঙ্গে ক্র্যাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১০:০৫ পিএম

সিআইডি প্রধানের সঙ্গে ক্র্যাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময়

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত প্রতিনিধি দল।

আজ সোমবার সিআইডির সদর দপ্তরে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ক্র্যাবের সদস্যরা মতবিনিময় করেন।

মতবিনিময়ে ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিআইডি প্রধান। 

আইজিপি মোহাম্মদ আলী বলেন, পুলিশ সাংবাদিক পরস্পর পরস্পরের পরিপূরক। উভয়ের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে যে কোনো অপরাধের রহস্য উদঘাটন করা সম্ভব। সিআইডি প্রধান নবনির্বাচিত কমিটির ভবিষ্যৎ পথচলার সবরকম সহযোগিতার আশ্বাস দেন। অপরাধজনিত যে কোনো তথ্য সিআইডিকে অবহিত করার পরামর্শ দেন।

এ সময় ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) মো. মাইনুল হাসান, অতিরিক্ত ডিআইজি (সেনন্ট্রাল ক্রাইম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (খুলনা বিভাগ) মো. কামরুল আহসান, বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ মিনহাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি শাহীন আবুদল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম