আবারো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
![আবারো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/29/image-768612-1706532004.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে আবারো ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকালের জন্য উপসচিব (গ্রেড-৫ এর সর্বোচ্চ স্কেল) পদে বহাল থাকবেন বা অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে তার সন্তুষ্টিসাপেক্ষে।
নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।