Logo
Logo
×

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ব্রিটিশ হাইকমিশনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ব্রিটিশ হাইকমিশনার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মত না পালটালেও নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত সারাহ কুক। 

বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাজ্য এক বিবৃতিতে জানিয়েছিল, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি। যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন হয়নি জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে ভিন্নমত পোষণ করে ৮ জানুয়ারি যুক্তরাজ্য একটি বিবৃতি দিয়েছিল। আমরা এ বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো সঙ্গে ইতিবাচক আলোচনা চালিয়ে যাব।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শ‌ক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বা‌ণিজ্য, বি‌নিয়োগ, নিরাপত্তা অংশীদা‌রিত্ব, জলবায়ু সংকট, অভিবাসন ও রো‌হিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘ মানবাধিকার সংস্থা

 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম