Logo
Logo
×

জাতীয়

সিনিয়র জেলা জজ ইমান আলী শেখের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম

সিনিয়র জেলা জজ ইমান আলী শেখের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. ইমান আলী শেখ আর নেই। মঙ্গলবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. ইমান আলী শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারও শোক প্রকাশ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের (বিসিএস ১৮তম ব্যাচ) সদস্য মো. ইমান আলী শেখ সর্বশেষ আইন ও বিচার বিভাগে সংযুক্ত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম