Logo
Logo
×

জাতীয়

প্রথম অফিস করলেন ডা. দীপু মনি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:১০ পিএম

প্রথম অফিস করলেন ডা. দীপু মনি

শপথ নেওয়ার পর এই প্রথম সচিবালয়ে অফিস করলেন সমাজকল্যাণমন্ত্রী ডা: দীপু মনি। দুপুরে সচিবালয়ে পৌঁছলে মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল সংবর্ধনা দিয়ে দপ্তরে নিয়ে যান।

এ সময় মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর ও সংস্থাপ্রধানরা উপস্থিত ছিলেন। মন্ত্রী তার দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তার সঙ্গে পরিচয়পর্ব শেষে মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সদ্যসাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সরকারের প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ডা. দীপু মনি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম