Logo
Logo
×

জাতীয়

ডাবল হ্যাটট্রিক করা ফারুক খান আবারও মন্ত্রিসভায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম

ডাবল হ্যাটট্রিক করা ফারুক খান আবারও মন্ত্রিসভায়

ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য হচ্ছেন তিনি। 

দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে বিপুল ভোটে জয়ী হয়ে এমপি হয়েছেন ফারুক খান। 

তিনি নৌকা প্রতীকে ১৩৮ কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৫৭। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. কাবির মিয়া ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৩৪ ভোট। বাতিল হয়েছে ১ হাজার ৮৮৫ ভোট।

এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮৪ হাজার ৮২২ জন। এর মধ্যে ২ লাখ ৩০ হাজার ৩৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ফারুক খান এর আগে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ছিলেন। 

এর আগে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

খান ১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় তার পিতামাতা সেরাজুল করিম খান এবং মা খালেদা করিম খানের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেছেন। 

সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফারুক খান। তিনি এর আগে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম