Logo
Logo
×

জাতীয়

সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক: মন্ত্রিসভা গঠনের দিন কঠোর কর্মসূচির প্রস্তাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১১:২২ এএম

সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক: মন্ত্রিসভা গঠনের দিন কঠোর কর্মসূচির প্রস্তাব

আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

বিএনপির চলমান আন্দোলনের মধ্যেই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ শপথ নেবেন নবনির্বাচিত সংসদ-সদস্যরা। আগামীকাল গঠন হবে নতুন মন্ত্রিসভা। এদিন রাজপথে কর্মসূচি পালন করবে সরকারবিরোধীরা। বিএনপির শীর্ষপর্যায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠককালে মন্ত্রিপরিষদ গঠনের দিন কঠোর কর্মসূচির প্রস্তাব দেন সমমনা দলগুলোর নেতারা। এদিন কালো পতাকা মিছিল, গণমিছিলের প্রস্তাব করেন তারা। তবে রাত পর্যন্ত কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আজ নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে।

জানা যায়, মঙ্গলবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এ বৈঠক হয়। এতে অংশ নেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিসহ ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির ৫ সদস্য উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, চূড়ান্ত আন্দোলন সফলে বাম ডান সব শক্তিকে একত্রিত করে এক প্ল্যাটফরমে উঠতে বিএনপি হাইকমান্ডকে অনুরোধ জানান সমমনা দলগুলোর নেতারা। এছাড়া আন্দোলন পরিচালনার জন্য লিয়াজোঁ কমিটি গঠনের প্রস্তার দেন তারা। বৈঠকে সরকার পতন আন্দোলনের নতুন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

সূত্র আরও জানায়, সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট বর্জনকে প্রাথমিক বিজয় হিসাবে দেখছেন বিএনপি হাইকমান্ড। এ ধারা অব্যাহত রেখে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে নির্দেশনা দেওয়া হয়।

এ বৈঠকে অংশ নেওয়া দলগুলোর একাধিক নেতা রাতে যুগান্তরকে বলেন, দেশের জনগণ বিএনপিসহ সমমনাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। সেই ধারাবাহিতায় তারা ৭ জানুয়ারি ভোট বর্জন করেছেন। এটাই আমাদের বিজয়। এখন নতুন করে আবার আন্দোলন শুরু হবে। সরকারবিরোধী দলগুলোকে একসঙ্গে রাজপথে নামতে হবে। আগামী দিনে আমাদের করণীয় বিষয়ে বিএনপি যে কর্মসূচি দেবে আমরা তা বাস্তবায়ন করব।

বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান। পৃথকভাবে বৈঠকে অংশ নিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, ১২ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জোটের নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা, খন্দকার লুৎফর রহমান, এসএম শাহাদাত প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম