বাবার সঙ্গে প্রথম ভোট দিলেন নিক্সনকন্যা নাজুরা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৯ পিএম
বাবার সঙ্গে প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দিলেন নাজুরা মুজিব চৌধুরী। রোববার সকাল ৮টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন তিনি।
ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি কন্যাকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দিয়েছেন।
প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিক্সনকন্যা নাজুরা বলেন, জাতীয় নির্বাচনে প্রথমবার ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।
ভোট সবার গণতান্ত্রিক অধিকার জানিয়ে নিক্সনকন্যা বলেন, নিজের দেশের জন্য ভোট দিতে আমি মুখিয়ে ছিলাম অনেক দিন ধরে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তার বিপরীতে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যা।
এবারের নির্বাচনে রয়েছে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল। তবে অংশ নিচ্ছে না বিএনপি ও সমমনা দলগুলো। ২৯৯ আসনের মধ্যে ২৬৬টিতে লড়ছেন ক্ষমতাসীনরা। যাতে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীরা।