Logo
Logo
×

জাতীয়

১৬ ঘণ্টায় আগুনের ঘটনা ১৪, নিহত ৪

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম

১৬ ঘণ্টায় আগুনের ঘটনা ১৪, নিহত ৪

ট্রেনের আগুনে পুড়ে ৪ জন নিহত হয়েছেন। ছয়টি যানবাহন ও একটি বৌদ্ধ মন্দির ও আটটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট নয়টি স্থাপনা পুড়ে গেছে। 

৫ জানুয়ারি সন্ধ্যা ৬.০০ থেকে ৬ জানুয়ারি সকাল ১০.০০ পর্যন্ত ১৬ ঘণ্টায় সারা দেশে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগ ৪টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২ (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুন্ড ১, চট্টগ্রাম সিটি ১) ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি বগি), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ড ভ্যান ২টি, বৌদ্ধ মন্দির ১টি, শিক্ষা প্রতিষ্ঠান ৮টি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে। 

৫ জানুয়ারি 

ফতুল্লার পঞ্চবটি মোড়, নারায়ণগঞ্জ, ১টি পিকআপে আগুন।
ঢাকার গোলাপবাগে আগুন। 

৬ জানুয়ারি 

হবিগঞ্জের চুনারুঘাট, গাজীপুর সদরের পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়, টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম