আ. লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা, যবিপ্রবির শিক্ষককে শোকজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
এবার যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সামাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
নোটিশে বলা হয়, যবিপ্রবির একজন শিক্ষক হওয়া স্বত্ত্বেও আপনি যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহম্মেদ এর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ গ্রহণ করায় সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর ২৫(৩) ধারা লঙ্ঘন করেছেন।
এ ঘটনায় বৃহ্স্পতিবার বিকাল চারটায় যশোর জেলা জজ আদালতের কনফারেন্স রুমে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের পাইপপট্টি মোড়ে নাবিলের সঙ্গে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন যবিপ্রবির সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ ও পরিবেশবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা। এর মধ্যে আব্দুস সামাদ নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্যও দেন।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫(৩) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারী নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করতে বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করতে বা প্রভাব খাটাতে পারবেন না।