Logo
Logo
×

জাতীয়

সিইসির সঙ্গে আইআরআই ও এনডিআই প্রতিনিধি দলের বৈঠক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম

সিইসির সঙ্গে আইআরআই ও এনডিআই প্রতিনিধি দলের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সোমবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধি দল। বৈঠকের বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। ইসি জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কিছু আলোচনা হয়েছে, যা গোপনীয়।

ওই বৈঠকের বিষয়ে কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, এনডিআই ও আইআরইয়ের ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের যে মিটিং হয়েছে তা কনফিডেনশিয়াল। তারা মিডিয়াকে কিছু বিষয় ডিসক্লজ (প্রকাশ) না করতে অনুরোধ করেছেন।

তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনি সামগ্রী কীভাবে পৌঁছাচ্ছে, আচরণবিধি প্রতিপালন এবং সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম