Logo
Logo
×

জাতীয়

‘এটা নির্যাতন করার একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়েছে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১০:০৫ পিএম

‘এটা নির্যাতন করার একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়েছে’

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজা প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম বলেছেন, এটাকে কোর্ট মনে হয়নি। এটা নির্যাতন করার একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আইনকে ব্যবহার করে একজন নিরীহ মানুষকে অত্যাচার করার ব্যবস্থা করা হয়েছে। 

ড. ইউনূসের সাজা হওয়ার পর সোমবার শ্রম আদালতের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

শহিদুল আলম বলেন, এই সরকার যদি সত্যিকারভাবে আইনের ব্যাপারে সচেতন থাকতো শ্রমিককে ভালোবাসতো, তাহলে লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের ন্যায্য বেতন দিতে রাজি হয়ে যেত।  এরকম একটি জায়গায় ভূয়া মামলা দিয়ে নিরীহ একজন ব্যক্তিতে এভাবে অত্যাচারের কোনো যুক্তি নেই। 

প্রসঙ্গত, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সবাইকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা সোমবার দুপুরে এ রায় দেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম