Logo
Logo
×

জাতীয়

অস্বাভাবিক দ্রুততায় রায় হয়েছে: আসিফ নজরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ পিএম

অস্বাভাবিক দ্রুততায় রায় হয়েছে: আসিফ নজরুল

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের সন্দেহ আছে, এটা ন্যায়বিচার হয়েছে কি না?  
 
ড. ইউনূসের সাজা হওয়ার পর শ্রম আদালতের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আমরা এখানে সুশীল সমাজের পক্ষ থেকে এসেছি স্যারের প্রতি সংহতি জানাতে। আমরা মনে করি, ড. ইউনূসের বিচার চলাকালে এবং এর আগে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে উনার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার করা হয়েছে। 

তিনি বলেন, যেভাবে শ্রম আদালত বসেছে, অস্বাভাবিক ঘন ঘন শুনানি হয়েছে... অস্বাভাবিক দ্রুততায় রায় হয়েছে। আমাদের সন্দেহ আছে, এটা ন্যায়বিচার হয়েছে কি না। আর স্যারের প্রতি সংহতি জানাতে এবং বাংলাদেশের মানুষের স্যারের প্রতি যে ভালোবাসা আছে সেটার প্রতিনিধিত্ব করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম