Logo
Logo
×

জাতীয়

মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন সিইসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পিএম

মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন সিইসি

জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে সহিংসতা রোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। 

বৃহস্পতিবার মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে এ নির্দেশনা দেন তিনি।

সিইসি বলেন, ভোটাররা যেন অবাধে ভোটকেন্দ্রে যেতে পারেন তা নিশ্চিত করতে হবে। কেউ নির্বাচনে না এলে কমিশনের কিছু করার থাকে না। 

এদিকে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান তারা। ভোট দিতে না দেওয়া এবং জোর করে ভোট দিতে বাধ্য করা দুটোই মানবাধিকার লঙ্ঘন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠকে বসে আট সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচার চালাচ্ছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকেই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম