Logo
Logo
×

জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন যুদ্ধাপরাধী উকিল উদ্দিনের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম

ঢামেকে চিকিৎসাধীন যুদ্ধাপরাধী উকিল উদ্দিনের মৃত্যু

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার নাম শেখ মোহাম্মদ উকিল উদ্দিন (৭৭)। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ২১ ডিসেম্বর তাকে ঢাকা মেডিকেলে ভতি করা হয়। তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে তার মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে। পরে কারাবিধি অনুযায়ী হস্তান্তর করা হবে। 

কারাসূত্র জানায়, শেখ মোহাম্মদ উকিল উদ্দিনের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ। দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দি ছিলেন। তবে চলতি বছরের ৩০ নভেম্বর যুদ্ধাপরাধ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত।
 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম