Logo
Logo
×

জাতীয়

উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোহাম্মদ ইদু আর নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোহাম্মদ ইদু আর নেই

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা, শিল্পী-সংগ্রামী গোলাম মোহাম্মদ ইদু আর নেই। 

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

এক শোকবার্তায় তারা বলেন, আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হওয়ারও এক দশক আগে শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেন একটি গানের দল গঠন করেন। সেই গানের দলের অন্যতম সদস্য ছিলেন গোলাম মোহাম্মদ ইদু। 

পরে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর উদীচী প্রতিষ্ঠিত হলে তিনি প্রথম আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। 

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন ইদু। 

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে সামরিক শাসনবিরোধী আন্দোলন তথা বাংলাদেশের প্রতিটি ন্যায়সঙ্গত, প্রগতিশীল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন গোলাম মোহাম্মদ ইদু। জীবনের একটি দীর্ঘসময় তাকে কারান্তরীণ থাকতে হয়েছে। তার পরও নিজের দায়িত্ব-কর্তব্য থেকে কখনো পিছপা হননি।

১৯৩৬ সালের ২৫ ফেব্রুয়ারি জন্ম নেওয়া গোলাম মোহাম্মদ ইদু দীর্ঘদিন ধরে নানা জটিল রোগের সঙ্গে লড়াই করছিলেন। রোববার রাতে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। দু-তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার বিকালে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। 

তবে শুক্রবার বিকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোলাম মোহাম্মদ ইদু।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম