Logo
Logo
×

জাতীয়

আচরণবিধি লঙ্ঘন: জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে শোকজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম

আচরণবিধি লঙ্ঘন: জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন স্থানে সংসদ সদস্য প্রার্থীদের কারণ দর্শাও নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। অনেক প্রার্থী ইতোমধ্যে সশরীরে হাজির হয়ে নোটিশের জবাব দিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

মেহেরপুর: সরকারি গাড়ি ব্যবহার করে জনসংযোগ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। রোববার মেহেরপুরের যুগ্ম জেলা জজ ও নির্বাচন অনুসন্ধান কমিটির জেলা শাখার সভাপতি মো. কবির হোসেন এই কারণ দর্শাও নোটিশ প্রদান করেছেন। 

নোটিশে বলা হয়েছে, ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন আপনি গত ৯ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের শোলমারীস্থ বাসভবনের সামনে নির্বাচনি জনসভায় অংশগ্রহণে পুলিশ প্রটোকলসহকারে সরকারি গাড়িযোগে উপস্থিত হন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১২ ও ১৪(২) এর লঙ্ঘন। আগামী ১২ ডিসেম্বর দুপুর ১২টার সময় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।’ 

নওগাঁ: আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওগাঁ-২ (পতœীতলা ও ধামইরহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার। তবে ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি বলে নির্বাচনি অনুসন্ধান কমিটিকে জবাব দিয়েছেন। 

রোববার দুপুরে নওগাঁ-২ আসনের জন্য গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান ও জ্যেষ্ঠ সহকারী জজ আহসান হাবিবের আদালতে সশরীরে হাজির হয়ে সংসদ-সদস্য শহীদুজ্জামান সরকার ও জাপার প্রার্থী তোফাজ্জল হোসেন কারণ দর্শানোর নোটিশের জবাবে লিখিত ব্যাখ্যা দেন। 

জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন তার ব্যাখ্যায় বলেন, প্রার্থী হওয়ার পর তিনি কোনো ব্যানার ফেস্টুন লাগাননি। যেসব ব্যানার ফেস্টুন অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে সেগুলো প্রার্থী হওয়ার আগে লাগানো। ইতোমধ্যে কিছু অপসারণ করেছেন এবং বাকিগুলো সরানোর বিষয় প্রক্রিয়াধীন আছে। 

শেরপুর: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু নোটিশ পাওয়ার পর রোববার সশরীরে উপস্থিত হয়ে অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। 

একই সঙ্গে রোববার একই সময়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামালও সশরীরে নির্বাচনি অনুসন্ধান কমিটির নির্দেশনা পেয়ে হাজির হয়েছিলেন। এ ব্যাপারে কমিটির সিদ্ধান্ত ও আদেশ পরে দেওয়া হবে বলে জানা গেছে। ()

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম