Logo
Logo
×

জাতীয়

বাংলা ভাষা শিক্ষক পর্ষদের সভাপতি সেলিম সম্পাদক ফারজানা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

বাংলা ভাষা শিক্ষক পর্ষদের সভাপতি সেলিম সম্পাদক ফারজানা

বাংলা ভাষা ও সাহিত্যের শেকড় সন্ধানী প্রতিষ্ঠান বাংলা ভাষা শিক্ষক পর্ষদের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেলিম আকন্দ সভাপতি এবং অধ্যাপক ফারজানা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গতকাল শনিবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শহিদ সুলতানা কামাল মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে ২০২৪-২৬ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। 

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. আয়েশা বেগম। বিশেষ অতিথি ছিলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবেকুন নাহার। 

উল্লেখ্য, বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠাদান, একটি জাতীয় ভাষা নীতি প্রণয়ন, সব ধরনের মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবশ্যিকভাবে বাংলা চালুকরণ, বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সব দূতাবাসে বাংলা ভাষা সেল গঠন, জাতীয় জীবনের সব স্তরে ও উচ্চশিক্ষায় বাংলা ভাষার প্রকৃত প্রতিষ্ঠাদান, বাংলার শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সুসম্পর্ক জোরদারকরণ, বেতার, টিভি মঞ্চে এবং গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃতি রোধ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন ও পরিপোষণ এবং মুক্তবুদ্ধির চর্চা- এরকম ২১টি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ২০০৯ সালের ২৭ মার্চ এ সংগঠনটি পথচলা শুরু করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম