Logo
Logo
×

জাতীয়

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মাহি বি চৌধুরী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মাহি বি চৌধুরী

মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের (বিডিবি) প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এ সময় মাহি বি চৌধুরী বলেন, এবারের বিএনপি নির্বাচনে এলে আরও বেশি উৎসবমুখর পরিবেশে ও কোয়ালিফায়েড নির্বাচনটা হতো।

তিনি বলেন, নির্বাচনপরবর্তী সময়ে বলা যাবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হয়, নির্বাচনি পরিবেশ ঠিক রাখা যাবে কিনা, নির্বাচন কমিশন কেমন কাজ করে, সব কিছু নির্ভর করছে এই নির্বাচনের ফলের ওপর। সরকার কীভাবে দেশ চালাবে, কতদিন চলবে এসব নির্ভর করছে নির্বাচন কেমন হচ্ছে।

তিনি আবারও জোর দিয়ে বলেন, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন হবে না, আবার নির্বাচন হলে সরকার পড়ে যাবে সে রকমও পরিস্থিতিও দেখছি না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম