বিজয়ের মাসে বীরকন্যা মুক্তিযোদ্ধা রিজিয়া বেগমকে সংগঠন চেষ্টার পক্ষ থেকে চেষ্টাবাড়ি-৩ হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চেষ্টার উপদেষ্টা সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ বীরপ্রতীক ও সাবেক অতিরিক্ত সচিব জহিরুল হক, মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান, চেষ্টার সভাপতি লায়লা নাজনীন হারুন, সেক্রেটারি দিলরুবা বেগম, চেষ্টার মিডিয়া করেসপন্ডেন্ট গুলশান নাসরীন চৌধুরীসহ সংগঠনের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
২০২২ এ সভাপতি নির্বাচিত হয়ে লায়লা নাজনীন হারুন ও সদস্যরা প্রতি বিজয়ের মাসে একজন বীরকন্যা মুক্তিযোদ্ধাকে একটি করে বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ এ কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা ফুল বানুকে চেষ্টাবাড়ি-১ দেওয়া হয়। ওই বছর মার্চে চেষ্টাবাড়ি-২ দেওয়া হয় পাবনার বীরকন্যা মুক্তিযোদ্ধা সাহারা বিবিকে। তারই ধারাবাহিকতায় ২০২৩ এর ডিসেম্বরে চেষ্টাবাড়ি-৩ দেওয়া হলো রিজিয়া বেগমকে।