Logo
Logo
×

জাতীয়

শ্রম আইন বিলে ত্রুটি ছিল, পুনরায় সংসদে উপস্থাপন করা হবে: আইনমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম

শ্রম আইন বিলে ত্রুটি ছিল, পুনরায় সংসদে উপস্থাপন করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদে পাশ হওয়া বাংলাদেশ শ্রম আইন (সংশোধনী) বিলে কিছু ত্রুটি ছিল। ওই সময় তাড়াহুড়া করে অনেক বিল সংসদে পাশ হয়েছিল। আগামী নতুন সংসদের প্রথম অধিবেশনে বিলটি সংশোধন করে পুনরায় উপস্থাপন করা হবে। তারপরে সেটা পাশ হবে। 

মন্ত্রী বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। 

আনিসুল হক বলেন, এ সংশোধনের বিলটি মন্ত্রিসভায় অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন হবে না। বিলে এক জায়গায় শ্রমিকদের অধিকার ক্ষুন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয় যখন বিষয়টি বুঝতে পেরেছে তখনই রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। সে কারণে রাষ্ট্রপতি আইনানুগভাবে বিলে স্বাক্ষর না করে তা ফেরত পাঠিয়েছেন। 

তিনি বলেন, এখন যেহেতু অধিবেশন শেষ, আগামী নতুন সংসদের প্রথম অধিবেশনে বিলটি ওই জায়গায় সংশোধন করে পুনরায় উপস্থাপন করা হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম