কারা হেফাজতে নভেম্বরে ১১ জনের মৃত্যু: এমএসএফ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ এএম
সদ্য সমাপ্ত নভেম্বর মাসে কারা হেফাজতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজনৈতিক সহিংসতার ৩৫টি ঘটনায় ২ হাজার ৬৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। পোশাক কারখানায় অসন্তোষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন, ৪১টি মামলায় ১৬ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।
এ মাসে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ১১৫টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২ হাজার ৬৬৩ জনকে।
এ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ২৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের বেশির ভাগই ডোবা, খাল, নদীতে ভাসমান, বস্তাবন্দি, মহাসড়কের পাশে, ব্রিজ ও রেললাইনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
নভেম্বর মাসে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ৪ জন। আহত হয়েছেন ২৬০ জন। এ সময়ে ৩০৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যার মধ্যে ধর্ষণের ঘটনা ৪৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ৮টি। এ মাসে ৮২ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ৬৯ জন নারী আত্মহত্যা করেছেন। নভেম্বর মাসে ১৩টি গণপিটুনির ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
প্রতিবেদনে সংস্থাটি জানায়, এ সময়ে অত্যন্ত উদ্বেগ-আতঙ্কের বিষয় ছিল হেলমেট ও মুখোশ পরে গুপ্ত হামলা ও হত্যার মতো ঘটনা।