Logo
Logo
×

জাতীয়

আদালতে ককটেল বিস্ফোরণ মামলায় নারী রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৪ এএম

আদালতে ককটেল বিস্ফোরণ মামলায় নারী রিমান্ডে

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেফতার আসামি হাফসা আক্তার পুতুল (৩০) নামে এক নারীকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার কোতয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশ্রাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই মোঃ বিল্লাল হোসাইন জনি তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ নভেম্বর বিএনপির অবরোধ চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী ও পুরুষ আদালতের চারতলা থেকে একটি ককটেল নিচে ফেলে দেয়। এ ঘটনায় রাজধানীর কোতয়ালী থানার এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম