
প্রিন্ট: ১৮ মার্চ ২০২৫, ০২:১৯ এএম
এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:২৩ পিএম

আরও পড়ুন
ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি দুদক। এজন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।