অগ্নিকাণ্ডে কাউনিয়া বালিয়াকান্দি ও ধামরাইয়ে ব্যাপক ক্ষতি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৯:১০ পিএম
অগ্নিকাণ্ডে রংপুরের কাউনিয়ায়, রাজবাড়ীর বালিয়াকান্দিতে ও ধামরাইয়ে দোকান ও পাটের গুদামে ভস্মীভূত হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুরের কাউনিয়ার টেপামধুপুর বাজারে শুক্রবার বিকালে অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার ও তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।
বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বাজারে প্রথমে স্বপন কুমার সরকারের হার্ডওয়্যারের দোকানে আগুন লাগলে সেখান থেকে আব্দুস সামাদের তুলার গোডাউনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে পাটের গুদামসহ ৯ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে জাহাঙ্গীর হোসেনের গুদাম, আতিয়ার রহমানের গুদাম, দুলাল হোসেনের গুদাম, কাইয়ুম মোল্লার সারের দোকান, বিচিন্ত সরকারের মোটরসাইকেল গ্যারেজ, ওসমান আলীর ভ্যান-সাইকেল গ্যারেজ, মামুনের সিমেন্ট ও হার্ডওয়ারের দোকান, বিল্লাল মণ্ডলের সিরামিক ও প্লাস্টিকের দোকান, সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সৈয়দ সরাফত আলী বলেন, রাত ১০টার দিকে বালিয়াকান্দি ও পাংশা স্টেশনের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকার ধামরাইয়ের সুয়াপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ দোকান ও বাড়ি ভস্মীভূত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সুপার মার্কেটে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফার্নিচার সামগ্রী, স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল হকের ছেলে মো. তাজুল ইসলাম (রিপন) বলেন, গভীর রাতে প্রথমে ফার্নিচার দোকানে আগুন লাগে সেই আগুন পর্যায়ক্রমে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, রাত সাড়ে ১২টার দিকে সুয়াপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে ক্ষম হই।