Logo
Logo
×

জাতীয়

দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম

দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব 

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারত সফরে যাচ্ছেন। আগামী ২৪ নভেম্বর দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করবেন তিনি। এরপর ঢাকায় ফিরবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের ২৩ নভেম্বর ভারতে পৌঁছানোর কথা। পরদিন দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে তার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করবেন। 

এ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, তার দিল্লি সফরের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাননি।

সূত্রে জানা গেছে, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে এটাই দুই দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে শেষ বৈঠক হতে পারে। সে কারণে বৈঠকে তিস্তার পানি বণ্টনের মতো অমীমাংসিত বিষয়সহ বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা।

চলতি বছর ভারত–বাংলাদেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে এটি হতে যাচ্ছে দ্বিতীয় বৈঠক। জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। ওই সময় তিনি মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম