Logo
Logo
×

জাতীয়

জালিয়াতির মামলায় কৃষক লীগ নেতা মাকসুদুল কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম

জালিয়াতির মামলায় কৃষক লীগ নেতা মাকসুদুল কারাগারে

জাতিয়াতির মামলায় কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাকসুদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের মামলায় বুধবার তিনিসহ চারজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, মিরপুরের বাউনিয়া এলাকায় জনৈক রমজান আলীর সম্পত্তি আত্মসাৎ করেছেন মাকসুদুল ও তার সহযোগীরা। এ সংক্রান্ত মামলার তদন্ত করেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। তদন্ত শেষে গত ১২ অক্টোবর সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগের উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন আদালতে প্রতিবেদন দাখিল করেন। 

আদালতে দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক (জিআরও) সেলিম রেজা বলেন, জমি সংক্রান্ত একটি মাকসুদুল ইসলামসহ পাঁচজন বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এদের মধ্যে একজন নারী ছিলেন। আদালত ওই নারীর জামিন আবেদন মুঞ্জুর করেন। অন্যদিকে মাকসুদসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশন দেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম