Logo
Logo
×

জাতীয়

কানাডাগামী ফ্লাইট থেকে ৪৫ যাত্রী নামানোর যে ব্যাখ্যা দিল বিমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

কানাডাগামী ফ্লাইট থেকে ৪৫ যাত্রী নামানোর যে ব্যাখ্যা দিল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

যাত্রীদের ডকুমেন্ট ও কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির বার্তা পর্যালোচনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ৪৫ যাত্রীকে ৭ নভেম্বর টরেন্টো ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, ৬ নভেম্বর বিমানের ফ্লাইট বিজি৬০৬যোগে সিলেট থেকে ৭৪ জন যাত্রী ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ছিলেন বিমানে ৭ নভেম্বরের টরেন্টো ফ্লাইটের যাত্রী। যাত্রীদের ভ্রমণ তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ৪৫ জন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কানাডা যাচ্ছেন। 

দিল্লিস্থ কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) জানায়, সিস্টেমে যাত্রীর তালিকায় যাত্রীর তথ্য সঠিক রয়েছে। ফলে সিলেট থেকে যাত্রীরা ঢাকায় পৌঁছান। ইতোমধ্যে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি থেকে আবার জানানো হয়, যাত্রীদের আমন্ত্রণপত্রের তথ্যের সঙ্গে থাকার (আবাসন) বিষয়ে সিস্টেমে গরমিল রয়েছে। 

এতে বলা হয়, যাত্রীদের ডকুমেন্ট ও কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির বার্তা পর্যালোচনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে ৪৫ যাত্রীকে ৭ নভেম্বর টরেন্টো ফ্লাইট থেকে অফলোড করা হয়।

ঢাকাস্থ পাসপোর্ট কন্ট্রোল ইউনিটের (পিসিইউ) মাধ্যমে যাত্রীদের তথ্যাদি সিবিএসএ’র কাছে পাঠানো হয়েছে এবং সিবিএসএ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ভিসা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ অধিকতর যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট যাত্রীদের ই-মেইলে সিদ্ধান্ত জানাবেন বলে বিমান বিজ্ঞপিতে উল্লেখ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম