Logo
Logo
×

জাতীয়

ঢামেকে দুই হাজতির মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

ঢামেকে দুই হাজতির মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি দুই হাজতির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা হলেন মো. সেলিম মিয়া (৩৪) ও মো. বাচ্চু মিয়া (৪৩)। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে তাদের মৃত্যু হয়।

কারাসূত্র জানায়, অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সেলিম মিয়া ও শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাচ্চু মিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কারারক্ষী বেলাল জানান, তারা দুজনই কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তবে তারা কোন মামলায় আটক ছিলেন তা জানা যায়নি। তিনি আরও জানান, সেলিমের হাজতি নম্বর ৪৫৯৩০/২৩। তার বাবার নাম ইউনুস মিয়া। বাচ্চু মিয়ার হাজতি নম্বর ২৫১৪৯/২৩। তার বাবার নাম লিটন মিয়া। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম