Logo
Logo
×

জাতীয়

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১১:১২ এএম

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনসও উপস্থিত ছিলেন। 

ধারণা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে চলতি বছরের ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম