Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতির সাক্ষাতে সময় চেয়েছে ইসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৯:১৭ পিএম

রাষ্ট্রপতির সাক্ষাতে সময় চেয়েছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে এ সাক্ষাৎ করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনাররা। 

রোববার এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ইসি। তবে কাল পর্যন্ত সাক্ষাতের সময়সূচি নির্ধারণ হয়নি। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ ধরনের সাক্ষাতের রেওয়াজ রয়েছে। ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। 

জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন আগামীকাল ১ নভেম্বর শুরু হচ্ছে। ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সোমবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম