Logo
Logo
×

জাতীয়

ফিলিস্তিনে গণহত্যা: সংসদে ‘নিন্দা প্রস্তাব’ উঠছে আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১২:২১ পিএম

ফিলিস্তিনে গণহত্যা: সংসদে ‘নিন্দা প্রস্তাব’ উঠছে আজ

ফিলিস্তিনে গণহত্যা: সংসদে ‘নিন্দা প্রস্তাব’ উঠছে আজ। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার ঘটনায় জাতীয় সংসদে ‘নিন্দা প্রস্তাব’ তোলা হচ্ছে। নৃশংস এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে আজ সোমবার (৩০ অক্টোবর) সংসদের ১৪৭ বিধিতে সাধারণ আলোচনা হবে। এর আগে গত ২২ অক্টোবর চলতি অধিবেশনের প্রথম দিনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফিলিস্তিন ইস্যুতে আলোচনার কথা জানান।

সংসদের সোমবারের দিনের কার্যসূচি অনুযায়ী দিনাজপুর-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুয়ায়ী সাধারণ আলোচনার প্রস্তাব আনবেন। 

কার্যসূচিতে উল্লিখিত তার প্রস্তাবটি হচ্ছে— সংসদের অভিমত এই যে, ‘বাংলাদেশ জাতীয় সংসদ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের চালানো নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছে। ফিলিস্তিনে ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে। এই সংসদ ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় বিশ্বের সব বিবেকবান জনগণ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

প্রস্তাবের ওপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারি দলের সদস্য, ১৪-দলীয় জোট এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গেছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম