Logo
Logo
×

জাতীয়

হোলি আর্টিজান হামলায় হাইকোর্টের রায় আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১১:৫৯ এএম

হোলি আর্টিজান হামলায় হাইকোর্টের রায় আজ

হোলি আর্টিজানে হামলার দৃশ্য। ফাইল ছবি

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন এবং আসামিদের আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। 

জানা গেছে, রায় ঘোষণার জন্য বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় মামলাটি এক নম্বর ক্রমিকে রয়েছে। 

এর আগে গত ১১ অক্টোবর শুনানি শেষে রায়ের জন্য ৩০ অক্টোবর দিন রাখা হয়। 

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (আত্মঘাতী) সদস্যরা। এ ঘটনার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডাদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম