নাজমা গিজারের কার্যক্রম বন্ধ করল বিএসটিআই
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১০:৪২ পিএম
অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে নাজমা গিজারের কার্যক্রম বন্ধ করল জাতীয় মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রাজধানীর মিরপুরের মাহবুব সেনিটারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে বুধবার এই সিন্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধির মুচলেকা নিয়ে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গিজার উৎপাদন বন্ধের নির্দেশ দেন।
একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে বিএসটিআই তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন প্রসিকিউটর মো. খালেদ হোসেন ও পরীক্ষক মো. মোশাররফ হোসেন।