Logo
Logo
×

জাতীয়

২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‌্যাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম

২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‌্যাব

ফাইল ছবি

নাশকতা ঠেকাতে আসছে ২৮ অক্টোবর ঢাকার প্রবেশ দ্বারগুলোতে চেকপোস্ট বসাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজনৈতিক দলগুলোর পালটপালটি সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে বিস্ফোরক দ্রব্য কিংবা আগ্নেয়াস্ত্র নিয়ে সমাবেশে প্রবেশ করতে না পারে এ জন্য এই ব্যবস্থা।

রাজধানীর কারওয়ান বাজার বুধবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আমরা চাই দেশের রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করুক। সম্প্রতি দেখা গেছে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে র্যাব। ২৮ অক্টোবরের সমাবেশেকে কেন্দ্র করেও নিরাপত্তা দেওয়া হবে। ওইদিন রাজধানীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ স্থানেও চেকপোস্ট বসানো হবে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব প্রস্তুত থাকবে জানিয়ে কমান্ডার মঈন বলেন, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ মহাসড়কগুলোতে পেট্রোলিং জোরদার করা হয়েছে। যাতে করে সাধারণ জনগণ নিশ্চিতে তাদের কাজগুলো করতে পারেন। কারও যদি নাশকতার পরিকল্পনা থাকে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কাজ করছে। সর্বোপরি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের নাশকতা বা সহিংসতা করতে না পারে এজন্য গোয়েন্দারাও কাজ করছে। সাইবার ওয়ার্ল্ডেও র্যাবের কাজ চলছে।

তিনি সতর্ক করে বলেন, এরপরেও যদি কোনো নাশকতার বা সহিংসতা হয় সেক্ষেত্রে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে। যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাব সদা প্রস্তুত।

সমাবেশের অনুমতি প্রসঙ্গে র‌্যাব মুখপাত্র বলেন, ২৮ অক্টোবর বেশ কয়েকটি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়েছে। সমাবেশ কোথায় হবে সেটির অনুমতি ডিএমপির এখতিয়ারভুক্ত। এলিট ফোর্স র‌্যাবের মূল ম্যান্ডেট জনগণের নিরাপত্তা দেওয়া৷ পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য র্যাব দায়িত্ব পালন করে যাবে।

জামায়াত ইসলামীর সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা ডিএমপি দেখবে। যদি অনুমতি দেওয়া না হয় এবং জামায়াত সমাবেশ করার চেষ্টা বা নাশকতার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম