Logo
Logo
×

জাতীয়

ভাসানচরের অভিজ্ঞতা জানাতে উখিয়ায় ৬৭২ রোহিঙ্গা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম

ভাসানচরের অভিজ্ঞতা জানাতে উখিয়ায় ৬৭২ রোহিঙ্গা

২টি নেভী এলসিইউ শিপ ভাসানচর থেকে রোহিঙ্গাদের উখিয়ায় নিয়ে যায়

ভাসানচরের বসবাস উপযোগিতা ও জীবনযাপন সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে উখিয়ায় নেওয়া হয়েছে ৬৭২ রোহিঙ্গা শরণার্থীকে। রোববার (২২ অক্টোবর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তত্ত্বাবধানে গো এন্ড সি ভিজিটের আওতায় রোহিঙ্গা শরণার্থীদের উখিয়ায় নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, মূলত ভাসানচর সম্পর্কে রোহিঙ্গাদের মাঝে ধারণা দিতে এ ‘গো এন্ড সি’ ভিজিট। কক্সবাজারের ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবির থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে অস্থায়ীভাবে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ভাসানচরে ৩০ হাজারের অধিক রোহিঙ্গা বসবাস করছে। তাদের মধ্য থেকে ৬৭২ রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে ভোর ৬টা ১০ মিনিটে ২টি নেভী এলসিইউ শিপ ভাসানচর থেকে রওনা করে। 

সকাল ৯টায় তারা চট্টগ্রাম বোট ক্লাবে পৌঁছায়। পরে করা নিরাপত্তার মধ্য দিয়ে ১৩টি বাস ও একটি কাভার্ড ভ্যানে তাদের উখিয়ায় নেওয়া হয়। দশ দিন তারা সেখানে অবস্থান করে ফের ভাসানচর ফেরার কথা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম