Logo
Logo
×

জাতীয়

টাকা পাচার: টেলেক্স লিমিটেডের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৯:২৫ পিএম

টাকা পাচার: টেলেক্স লিমিটেডের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা

২৪০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে টেলেক্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রেবাবার সংস্থার উপপরিচালক জামাল উদ্দিন আহমেদ সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে আইজিডব্লিউ লাইসেন্সধারী অপারেটর প্রতিষ্ঠান টেলেক্স লিমিটেড। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ইনকামিং কলের মূল্য বাবদ প্রাপ্ত ২৪০ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৫৯৯ টাকা মূল্যের ৩ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৪৯৩ মার্কিন ডলার পাচার করেছে। 

এর বিপরীতে আনয়নযোগ্য বৈদেশিক মূদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করেছেন অভিযুক্তরা। অর্থাৎ আব্দুর রহমান ও মোহাম্মদ মজিবুর রহমান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এই অর্থ পাচারের সঙ্গে জড়িত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম